Hello!

We are

CLOUD NETWORK

We are Internet Service Provider We Provide Internet Connectivity Solution We are Connected With Both The Submarine Cable (SME4) We Provide Corporate Internet Solution We are Tested Radiotechnology Provider

আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন তা হলে নিচের বাটনে ক্লিক করুন

সম্মানিত ইন্টারনেট গ্রাহক বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, প্রতি মাসের বিল মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন হইলে কর্তৃপক্ষ দায়ি থাকিবে না।

About Us

Hello

I'mTajibul Mir

Founder

Since, 2014 we provide High speed Broadband internet connection in Jamgara. In our area we have a good reputation for internet service. We give 24/7 support to our client.
We also give generator or emergency electricity supply. For any information feel free to contact with us.

MEET OUR SPECIALISTS

Tajibul Mir

Founder

Anwar Bhuiyan

CEO

Rifat Khan

Field Manager

WE OFFER BEST PRICES FOR OUR CUSTOMER

BRONZE
2MB
550/BDT
  • Buffer Free Youtube
  • FTP Server
  • HD TV
  • 24/7 Service
SILVER
3MB
650/BDT
  • Buffer Free Youtube
  • FTP Server
  • HD TV
  • 24/7 Service
GOLD
4MB
850/BDT
  • Buffer Free Youtube
  • FTP Server
  • HD TV
  • 24/7 Service
DIAMOND
5MB
1050/BDT
  • Buffer Free Youtube
  • FTP Server
  • HD TV
  • 24/7 Service

300

Connection

5

Star

Top in Local Internet Business

100

%

High Security

100

%

High speed internet

Internet Tips

Translate

ফেসবুক 'ডাউন', অসুবিধায় ব্যবহারকারীরা

facebook

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে বাংলাদেশসহ এশিয়ার বেশ কিছু দেশে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জানা গেছে, ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুক ও ইনস্টাগ্রামের করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ।

ব্যবহারকারীরা বলছেন, সন্ধ্যা ৭টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। তাছাড়া ফেসবুকে ব্যবহারকারীরা অ্যাক্সেস করার চেষ্টা করলে তাদের একটি বার্তা পাঠানো হচ্ছে, ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন।’

অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।

তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন’ এই বার্তা দেখানো হচ্ছে।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা। এই সাইটের মতে, ৪৭ পার্সেন্ট মানুষ ফেসবুক ডাউন দেখতে পাচ্ছে। ৩৮ পার্সেন্ট মানুষ প্রবেশ করতে পারছে না। আর ১৩ পার্সেন্ট ছবি আপলোডে সমস্যা হচ্ছে।

ইন্টারনেট ব্যবহার করেন ,জেনে নিন - Internet সম্পর্কে কিছু অজানা তথ্য!!

আমরা সবাই  কম বেশী  ইন্টারনেট ব্যবহার করি কিন্তু ইন্টারনেট সম্পর্কিত অনেক তথ্যই আমাদের অজানা থেকে আছে  এবং কেউ একজন প্রশ্ন করলে উত্তর দিতে পারি না





আজকে আমরা এই অজানা তথ্যগুলোকে সহজেই জেনে নেই।

১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।

২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।

৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।

৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.

৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।

৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।

৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।

৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )

৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।

১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।

১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr.

১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।

১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.

১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।

১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।

১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা

১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।

১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।

২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।

২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)

২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।

২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?

২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।

২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।

২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )

২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)

২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.

২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.

৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।

৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।

৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৩। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৪। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৫। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৫। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৬। প্রঃ ABC কি?
উঃ ১ম ইলেকট্রনিক কম্পিউটার
৩৭। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৩৮। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৩৯। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪০। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
৪১। প্রঃ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উঃ ডাটা
৪২। প্রঃ কম্পিউটারের আবিষ্কারক কে?
উঃ হাওয়ার্ড আইকন
৪৩। প্রঃ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কি?
উঃ Dual Port Transreceiuer
৪৪। প্রশ্ন-৩. কে এবং কবে মাইক্রোপ্রসেসর তৈরি করেন?
উত্তর: ড. টেড হফ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল- ৪০০৪) মাইক্রোপ্রসেসর তৈরিকরেন।

৪৫। প্রশ্ন-৪. মাইক্রোকম্পিউটারের জনক কে?কেন তাকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়?
উত্তর: তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৯৭৫ সালে অলটেয়ার-৮৮০ নামে প্রথম মাইক্রোকম্পিউটারতৈরি করেন। এজন্য তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকেমাইক্রোকম্পিউটারের জনক বলা হয়।

৪৬। প্রশ্ন-৫. আই.বি.এম (ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন) পিসি তৈরি হয় কবে?
উত্তর: ১৯৮১ সালের ১২ আগস্ট থেকে বের হয় পার্সোনাল কম্পিউটার।

৪৭। Google : আবিস্কার হয়
উত্তর: Sept 4, 1998.

৪৮। Facebook : আবিস্কার হয়
উত্তর: Feb 4,2004.

৪৯। YouTube : আবিস্কার হয়
উত্তর: Feb 14, 2005.

৫০। Yahoo! : আবিস্কার হয়
উত্তর: March 1994.

৫১। Baidu : আবিস্কার হয়
উত্তর: Jan 1, 2000.

৫২। Wikipedia : আবিস্কার হয়
উত্তর: Jan 15, 2001.

৫৩। Windows Live : আবিস্কার হয়
উত্তর: Nov 1, 2005.

৫৪। Amazon : আবিস্কার হয়
উত্তর: 1994.

৫৫। Tencent QQ : আবিস্কার হয়
উত্তর: February 1999.

৫৬। Twitter : আবিস্কার হয়
উত্তর: March 21, 2006.


আশা করি উপরের তথ্যগুলি সবার কাজে লাগবে।

ব্লক করুন আপনার অপছন্দের ওয়েবসাইট কোন সফটওয়্যার ছাড়াই

আমাদের এই ইন্টারনেট-এর জগতে অনেক ওয়েবসাইট  আছে যেগুলোর মধ্যে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব খারাপ এবং এই ওয়েবসাইট গুলো বাচ্চাদের পক্ষে বিশেষ করে আরও খারাপ। তাই এই সাইট গুলো ব্লক করা আমাদের পক্ষে বিশেষ দরকার। সেজন্য আমরা নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং আনেক সময় এগুলো আমাদের প্রয়োজন মত  কাজ করে না। আর সেই জন্য আপনি আপনার ঐ অপছন্দের সাইট গুলো ব্লক করতে পারছেন না। 


কিন্তু আমরা ওই সাইট গুলো কোনও সফটওয়্যার ছাড়াই ব্লক করতে পারি।

ব্লক করার জন্য 
প্রথমে C ড্রাইভ এ যান 
এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান




সেখানে “hosts” নামে একটা ফাইল দেখতে পাবেন, এটা প্রথমে cut  করে Desktop এ paste করুন, এবার ফাইল –টির ওপরে রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন এটি Notepad এ খুলুন



এবার যে সাইট গুলো ব্লক করতে চান সেগুলো
# 127.0.01       localhost
# ::1                  localhost
এর নিচে এভাবে লেখুনঃ


এবার “hosts” ফাইল টি save করুন এবার ফাইলটি desktop থেকে cut করে যেখানে ছিল মানে c ড্রাইভ এ যান এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান আর paste করে দিন।


ব্লক করা ওয়েবসাইট আনব্লক করবেন যেভাবেঃ
এবার যদি আপনার কম্পিউটারে কোনও সাইট ব্লক করা থাকে তা আপনি ওখানে দেখতে পারবেন, শুধু ওটা Delete করে দিন তাহলেই সাইটটি আনব্লক হয়ে যাবে।

সাইবার জগতে সচেতনতাই হোক আপনার প্রধান অস্ত্র।
যদি আর্টিকেলটি উপকারী মনে হয়ে থাকে তাহলে সবার নিকট তথ্যগুলো ছড়িয়ে দিতে ভূলবেন না। 

যারেতারে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকেন


৫০০ টাকার একটা লাইন নিয়া
পাশের বাসার আপু, ভাবি, আংকেল, দোস্তরে পাসওয়ার্ড দেন. ১০ জনরে ভাড়া দেন. 
মাথাপিছু ১০০ কইরা নেন, 
কালেকশন ১,০০০.
নিজের লাইন ফাও. এর উপরে ৫০০ টাকা লাভ.
সন্ধ্যার পর থিক্কা ১০ জন মিলা একলগে চালায়া 
ইন্টারনেট অফিস এ ফোন দিয়া ঝাড়ি মাইরা কন লাইন স্লো .
এই সব ছেচড়া ব্যাবসা আর স্বভাব খুব তাড়াতাড়ি ত্যাগ করেন. 
মোবাইল ফোনে যেমন একটা IMEI Number থাকে তেমনি আপনার রাউটারের ও একটা IMEI থাকে,
যেইটারে MAC Address বলে. 
POLICE অথবা RAB আপনাদের ওই MAC Address নিয়ে আমাদের কাছে আপনাদের খুঁজতে আসবে (যদি আপনার ওয়াইফাই চালায়া কেউ কোনো আকাম করে)
তখন ডাইরেক্ট আমরা আপনার বাসা চিনায়া দিবো. 
আর আমরা যদি আপনারে চিনায়া দিতে না পারি তাইলে আমাদের ব্যাবসা চাঙ্গে. 
আর আপনাদের সবার MAC আমাদের কাছে সংরক্ষিত আছে. 
তাই সময় আছে যারেতারে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকেন. 
নিজে বাইচা থাকেন এবং আমাদের বাচায়া রাখেন।

How to make Single name Facebook ID (2018)

Facebook is place where we share each and every, day to day incident with out friends, family in chat or status. Facebook is a biggest social media site with millions of daily users just because it has thousands of different features which make Facebook amazing. So Developers keep trying find to bugs to make Best Facebook tricks and funny pranks. I already post few amazing tricks like View Locked Facebook profile pictures and also safest method to changing Facebook theme and many more. But Some of them are just spam which may lead to compromise your account. So You try keep your account secure i recommend to read Best Facebook Protection Tips but we provide only safest way to enjoy Facebook. I always suggest each and every user to use tricks which are only provided by famous blogs. Always try them on Testing account first then on original ID.
Now here i am going share another amazing Facebook tricks to make single Facebook account. As per rule it is not possible to Make account on Facebook without Last name. But if you want to make your Facebook profile with First name without using last name then simply follow my given steps.

 Part 1:- Proxy Settings For Browser


  • First of all to use single name on Facebook. We need to Add manual proxy settings in our browser. So we need to use Indonesian proxy Search it at Google or i recommend to find it from Proxynova.com or any other site of your choice. 
 OR
  • In case Your are not able to add proxy settings and facing any problem then i recommend to download Hola Better Internet VPN.
  • Install Hola Extension in Firefox or Chrome and then turn ON Hola and search and select Country Indonesia. 
  • It will automatically Implement proxy settings on your browser so you don't need to add proxies manually. 
hola-country-settings

Part 2:- Settings To Make Single Facebook Account


  • After doing proxy settings manually or by using Hola extension make sure it is working fine on Facebook.
  • Now its time to create single name id to do this.
  • Open your Facebook Account  Settings.
  • Change your language to Bahasa Indonesia.
facebook-language-settings 
facebook-single-name-settings
  • Then  edit your current Facebook profile name and Simply remove Your Last Name. After that review your name and Save it. 
  • After that your Facebook Account is only using First Name and you will see that Last Name Hide.
  • After Completing all steps, Remove Manual Proxy or Turn off Hola and change your language back to English (US) or other according to you.
Note:- Make Sure that You Don't had already changed your account name from last 60 days and otherwise you will not be able to make single name until you crossed 60 days time period. If you crossed name change limit then it is not possible try it on another account.

Create a shortcut key for Internet web pages

Create a PC shortcut key to a favorite web page by following the steps below. Once a shortcut has been created, you can have the shortcuts to your favorite web pages on your Desktop or anywhere else on the computer.

Click and drag the web page

If your browser window is maximized make it a window. Once done, click and drag the icon next to the URL in the address bar and drag it to your Desktop or other location you want to create the shortcut. For example, in the below address bar of Computer Hope you would drag the CH icon to your Desktop or other location.
Microsoft Internet Explorer address bar
Once the shortcut has been created locate the shortcut and right-click it and click Properties. In the shortcut properties window assign a new shortcut key and click OK. Now when the shortcut key is pressed the web page will be automatically loaded.

Create a new shortcut and point to the web address

  1. Create a new shortcut on your Desktop or anyplace you want the shortcut to appear.
  2. For the location of the item, enter the full web address. For example, Computer Hope would be: https://cloudnetworkbd.blogspot.com/
  3. Enter the name of the Shortcut and click OK. The new shortcut is now created and can be assigned a shortcut by right-clicking the shortcut and clicking Properties. In the shortcut properties window, assign a new shortcut key and click OK. Now when the shortcut key is pressed the web page will be automatically loaded.

Internet Explorer users

Users using Internet Explorer can quickly do this by right-clicking on an empty spot of a web page and click Create Shortcut. For example, right-click an empty spot on this page to see the available option.

আসুন YouTube এর কিছু লুকনো ম্যাজিক দেখি, অবশ্যই আপনার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের YouTube এর কিছু ম্যাজিক দেখাবো যা হয়তো অনেকেরি অজানা যাকে বলে লুকনো ট্রিক।
ইন্টারনেট ব্যবহার করে অথচ YouTube কী তা যানে না এরকন মানুস আপনি সহজে খুঁজে পাবেন না।
YouTube বর্তমানে পৃথিবীর তৃতীয় জনপ্রিয় সাইট যার গুগল এবং ফেসবুক এর পরেই, প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ইউটিউব ভিডিও দেখে,
সে যাই হক বেশী কথা না বলে সরাসরি আজকের টিউন এ ফিরে আসি।
আগে বলে রাখি এর ট্রিক গুলো শুধু মাত্র ডেক্সটপ এ কাজ করে মোবাইল বা ইউটিউব অ্যাপ এ কাজ করবে না।
তো চলুন দেখা যাক YouTube  ম্যাজিক
ম্যাজিক নং ১)
ইউটুব.কম খোলেন,
এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়েগেছে নীচের ছবির মতো।

ম্যাজিক নং ২)
এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।
স্ক্রীন সট টি দেখুন,


ম্যাজিক নং ৩)
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
স্ক্রীন সট টি দেখুন,

ম্যাজিক নং ৪)
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Habib - Fire Ashona | Lyric Video | Bangla Song 2017 | Sangeeta


ব্যবসায়ীর কাছে ছাত্রলীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ব্যবসায়ীর কাছে ছাত্রলীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাভার প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:০৮, অক্টোবর ২৩, ২০১৮ সর্বশেষ আপডেট: ০৯:১৯, অক্টোবর ২৩, ২০১৮
  
চাঁদাবাজিআশুলিয়ায় দিব্ব ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানার মালিকের কাছে সাবেক ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে কর্মচারীদের মারধর করে নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় সোমবার (২২ অক্টোবর) ব্যবসায়ী রুবেল আহম্মেদ বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোশাক কারখানার মালিক রুবেল আহম্মেদের  অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ বেশ কিছু দিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় (২১ অক্টোবর) রবিবার রাত ১টার দিকে জামগড়া এলাকায় তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫/২০ জন লোক নিয়ে হামলা চালায়। তারা অফিস স্টাফ ওয়াসিম ও হালিমকে মারধর করে। এসময় ওয়াসিমের কাছে থাকা নগদ দুই লাখ টাকা লুটে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় তারা।
ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য সোহাগ রাতে ব্যবসায়ীর বাড়িতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও মারধর, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ব্যবসায়ী বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Client Comment

Awesome service! I am using their connection since last 2 years and having quality internet.

IKBAL SARKER

Business Man

Really Impress there amazing support, The Best and Trusted Internet Provider.

SHOHEL RANA

IT Officer at Grameenphone

Providing a very good internet service at a low cost. Especially you can watch YouTube videos without buffering.

ABDUL MOTTALIB

IT Executive at HOPE worldwide BANGLADESH

As a Youtubeer I need High speed internet and buffer free youtube. Cloud Network gives me the best internet service in my locality.

MIRZA ABDULLAH AL NOMAN

Founder of Anytime Learning

TAJIBUL MIR
Cloud Network, Jamgora, Ashulia

SEND US A MESSAGE