Hello!

We are

CLOUD NETWORK

We are Internet Service Provider We Provide Internet Connectivity Solution We are Connected With Both The Submarine Cable (SME4) We Provide Corporate Internet Solution We are Tested Radiotechnology Provider

আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন তা হলে নিচের বাটনে ক্লিক করুন

সম্মানিত ইন্টারনেট গ্রাহক বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, প্রতি মাসের বিল মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন হইলে কর্তৃপক্ষ দায়ি থাকিবে না।

Translate

Sunday, October 28, 2018

যারেতারে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকেন

  • October 28, 2018
  • by

৫০০ টাকার একটা লাইন নিয়া
পাশের বাসার আপু, ভাবি, আংকেল, দোস্তরে পাসওয়ার্ড দেন. ১০ জনরে ভাড়া দেন. 
মাথাপিছু ১০০ কইরা নেন, 
কালেকশন ১,০০০.
নিজের লাইন ফাও. এর উপরে ৫০০ টাকা লাভ.
সন্ধ্যার পর থিক্কা ১০ জন মিলা একলগে চালায়া 
ইন্টারনেট অফিস এ ফোন দিয়া ঝাড়ি মাইরা কন লাইন স্লো .
এই সব ছেচড়া ব্যাবসা আর স্বভাব খুব তাড়াতাড়ি ত্যাগ করেন. 
মোবাইল ফোনে যেমন একটা IMEI Number থাকে তেমনি আপনার রাউটারের ও একটা IMEI থাকে,
যেইটারে MAC Address বলে. 
POLICE অথবা RAB আপনাদের ওই MAC Address নিয়ে আমাদের কাছে আপনাদের খুঁজতে আসবে (যদি আপনার ওয়াইফাই চালায়া কেউ কোনো আকাম করে)
তখন ডাইরেক্ট আমরা আপনার বাসা চিনায়া দিবো. 
আর আমরা যদি আপনারে চিনায়া দিতে না পারি তাইলে আমাদের ব্যাবসা চাঙ্গে. 
আর আপনাদের সবার MAC আমাদের কাছে সংরক্ষিত আছে. 
তাই সময় আছে যারেতারে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকেন. 
নিজে বাইচা থাকেন এবং আমাদের বাচায়া রাখেন।

0 comments:

Post a Comment

TAJIBUL MIR
Cloud Network, Jamgora, Ashulia

SEND US A MESSAGE