Hello!

We are

CLOUD NETWORK

We are Internet Service Provider We Provide Internet Connectivity Solution We are Connected With Both The Submarine Cable (SME4) We Provide Corporate Internet Solution We are Tested Radiotechnology Provider

আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন তা হলে নিচের বাটনে ক্লিক করুন

সম্মানিত ইন্টারনেট গ্রাহক বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, প্রতি মাসের বিল মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন হইলে কর্তৃপক্ষ দায়ি থাকিবে না।

Translate

Wednesday, October 31, 2018

ব্লক করুন আপনার অপছন্দের ওয়েবসাইট কোন সফটওয়্যার ছাড়াই

  • October 31, 2018
  • by
আমাদের এই ইন্টারনেট-এর জগতে অনেক ওয়েবসাইট  আছে যেগুলোর মধ্যে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব খারাপ এবং এই ওয়েবসাইট গুলো বাচ্চাদের পক্ষে বিশেষ করে আরও খারাপ। তাই এই সাইট গুলো ব্লক করা আমাদের পক্ষে বিশেষ দরকার। সেজন্য আমরা নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং আনেক সময় এগুলো আমাদের প্রয়োজন মত  কাজ করে না। আর সেই জন্য আপনি আপনার ঐ অপছন্দের সাইট গুলো ব্লক করতে পারছেন না। 


কিন্তু আমরা ওই সাইট গুলো কোনও সফটওয়্যার ছাড়াই ব্লক করতে পারি।

ব্লক করার জন্য 
প্রথমে C ড্রাইভ এ যান 
এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান




সেখানে “hosts” নামে একটা ফাইল দেখতে পাবেন, এটা প্রথমে cut  করে Desktop এ paste করুন, এবার ফাইল –টির ওপরে রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন এটি Notepad এ খুলুন



এবার যে সাইট গুলো ব্লক করতে চান সেগুলো
# 127.0.01       localhost
# ::1                  localhost
এর নিচে এভাবে লেখুনঃ


এবার “hosts” ফাইল টি save করুন এবার ফাইলটি desktop থেকে cut করে যেখানে ছিল মানে c ড্রাইভ এ যান এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান আর paste করে দিন।


ব্লক করা ওয়েবসাইট আনব্লক করবেন যেভাবেঃ
এবার যদি আপনার কম্পিউটারে কোনও সাইট ব্লক করা থাকে তা আপনি ওখানে দেখতে পারবেন, শুধু ওটা Delete করে দিন তাহলেই সাইটটি আনব্লক হয়ে যাবে।

সাইবার জগতে সচেতনতাই হোক আপনার প্রধান অস্ত্র।
যদি আর্টিকেলটি উপকারী মনে হয়ে থাকে তাহলে সবার নিকট তথ্যগুলো ছড়িয়ে দিতে ভূলবেন না। 

0 comments:

Post a Comment

TAJIBUL MIR
Cloud Network, Jamgora, Ashulia

SEND US A MESSAGE