ঘূর্ণিঝড়ের নাম ‘তিতলি’ কেন হলো?
- October 13, 2018
- by
হিন্দি ভাষার শব্দ ‘তিতলি’, এর অর্থ প্রজাপতি
ফুটফুটে কন্যা শিশুদের নাম হিসেবেও ব্যবহার হয়ে এসেছে ‘তিতলি’। সব মিলিয়ে এই নামটির সাথে এ অঞ্চলের মানুষের সুন্দর সব স্মৃতিই জড়িয়ে আছে। এই সুন্দর নামটিই কেন একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম হতে যাবে, এটা অনেকেই মিলাতে পারছেন না।
ঘূর্ণিঝড়টির নাম কেন তিতলি হতে গেল?- এ প্রশ্ন অনেকেরই। এর উত্তর হলো, আসলে ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হবে, নাম রাখার সময় আসলে এই কথাটি মাথায় রাখা হয়নি। ঘূর্ণিঝড়ের নাম তিতলি হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি নিয়ম মেনে।
ভারত মহাসাগরীয় অঞ্চলে যেসব ঘূর্ণিঝড় হয়, সেগুলোর নামকরণ করা হয় ‘এস্কেপ’ (ESCAP) নামের একটি প্যানেলের প্রস্তাব অনুযায়ী। এই প্যানেলের সদস্য দেশ বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা এবং ওমান। নাম নিয়ে বিভ্রান্তি এড়াতে প্যানেলের প্রতিটি দেশই একসাথে অনেকগুলো করে নাম জমা দেয়। সেই নামগুলোই সাধারণত ব্যবহার করা হয়ে থেকে এ অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোকে চিহ্নিত করতে।
এবার নামের তালিকায় ওপরের দিকে ছিলো ‘তিতলি’। নামটির প্রস্তাব এসেছিলো পাকিস্তানের পক্ষ থেকে।
0 comments:
Post a Comment